তরুণদের সংসদীয় গণতন্ত্র চর্চা ও আদর্শবান সংসদীয় প্রজন্ম গড়তে, ইয়ুথ পার্লামেন্ট ২০১৮ সাল থেকে কার্যক্রম পরিচালনা করছে। সেই ধারাবাহিকতায় আসছে ১৯ শে জুলাই, ২০২৪ উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপিঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হতে যাচ্ছে ইয়ুথ পার্লামেন্ট অধিবেশন-২০২৪। অধিবেশনে শুধুমাত্র বাংলাদশের তরুণরা অংশগ্রহণ করতে পারবেন। অংশগ্রহণকারীগণ সকলে সনদ পাবেন, শ্রেষ্ঠ ৩ বক্তাকে পুরষ্কার প্রদান করা হবে এবং থাকবে সকলের জন্য দুপেরের খাবার।
রেজিস্ট্রেশন লিংকঃ https://www.ypbd.org/apply/
ভেন্যুঃ ডিন্স কমপ্লেক্স, রাজশাহী বিশ্ববিদ্যালয়
আবেদনের শেষ তারিখঃ ৯ই জুলাই, ২০২৪
ফিসঃ ২৯৯৳ টাকা
(অতিথি ফি জনপ্রতি ১৯৯৳ মূল রেজিষ্ট্রেশন ফি ২৯৯৳ এর সাথে অতিরিক্ত প্রদান করতে হবে)
ফিস সম্পর্কিত
বিকাশঃ 01758430681
নগদঃ 01756276491
(টাকা পাঠানোর পরে ট্রানজেকশন আইডি সংরক্ষণ করুন)
অধিবেশন সম্পর্কিত তথ্যাদি
১) তরুণরা ৩টি বিষয়ে নিজ সংসদীয় এলাকার প্রতীকী সাংসদ হিসেবে বক্তব্য প্রদান করবেন
২) ১২-১৪ জুলাই, ২০২৪ অনলাইন কর্মশালায় বিষয় ও দল বন্টন এবং বক্তব্যের প্রস্তুতি চর্চা করা হবে
৩) বিস্তারিত তথ্যাদি পরবর্তীতে ই-মেইলে জানানো হবে
আমাদের সাথে যুক্ত থাকতে ভিজিট করুনঃ
Facebook: https://www.facebook.com/ypjp2018/
LinkedIn: https://bd.linkedin.com/company/youthyparliamentglobal
Instagram: https://www.instagram.com/youth.parliament18…
YouTube: https://www.youtube.com/@youthparliament5187
See less
0 Comments